• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মঙ্গলবার সারাদেশে ডাক্তারদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মে ২০১৭, ২২:১৫

রাজধানীর গ্রীনরোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলা মামলার প্রতিবাদে আসছে মঙ্গলবার ২৩ মে দেশব্যাপী সারাদিন প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ)।

শনিবার কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া রোববার ২১ থেকে ২৫ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত সরকারি-বেসরকারি সব হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা কালোব্যাজ ধারণ করবেন। হাসপাতালের বাইরে বিকেলেও কালোব্যাজ ধারণ করে সেবা দেবেন চিকিৎসকরা।

বিএমএ সব শাখার তত্ত্বাবধানে প্রতিদিন দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত এক ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

সম্প্রতি সেন্ট্রাল হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর ও চিকিৎসকদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে জরুরি সভা আহ্বান করা হয়।

সি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh