• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

আরও ১০ দিন ভারত যাবে ইলিশ

আরটিভি নিউজ

  ২৬ অক্টোবর ২০২১, ২১:১০
আরও ১০ দিন ভারত যাবে ইলিশ

দুর্গাপূজা উপলক্ষ্যে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির সময় আরও ১০ দিন বাড়িয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব (রপ্তানি-২) তানিয়া ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইলিশ রপ্তানির সময়সীমা বাড়ানোর কথা জানানো হয়।

এর আগে গত ২০ ও ২২ সেপ্টেম্বর দুই দফায় ৪ হাজার ৬০০ টন ইলিশ ১১৫টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতে ৪০ টন করে ১১৫টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দেয়া হয়। তবে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে ইলিশ মাছ আহরণ, পরিবহণ, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

ফলে নির্ধারিত সময়ের মধ্যে ইলিশ রপ্তানি সম্পন্ন করতে পারেনি অনুমতি পাওয়া প্রতিষ্ঠানগুলো ।

এ বিবেচনায় আগামী ৫ নভেম্বর পর্যন্ত ইলিশ রপ্তানি বাড়ানোর অনুমতি দিল মন্ত্রণালয়। এক্ষেত্রে ইলিশ রপ্তানির সব শর্ত আগের মতই অপরিবর্তিত থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এমএন

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে হোয়াটসঅ্যাপ বন্ধের হুঁশিয়ারি মেটার
ভারতে ভোট দিতে গিয়ে হিটস্ট্রোকে ৫ জনের মৃত্যু
ভারতীয় তিন কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
মোদি ও রাহুলের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ, ইসির নোটিশ
X
Fresh