• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নকশা জালিয়াতি: হুমায়ুনসহ চারজনের বিচার শুরু

আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২১, ১৫:৫২
নকশা জালিয়াতি: হুমায়ুনসহ চারজনের বিচার শুরু
ফাইল ছবি

২০১৯ সালের ২৮ মার্চ রাজধানীর বনানীর এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছিলো। আহত হয়েছিলেন ৭০ জনেরও বেশি মানুষ। এ ঘটনায় পরবর্তীতে টাওয়ার নির্মাণে নকশা জালিয়াতির অভিযোগে দুদক রাজউকের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন খাদেমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। অবশেষে এই মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে এ ঘটনায় বিচার শুরু হলো।

আজ সোমবার (১৮ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক কামাল হোসেন আসামিদের উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন। একই সঙ্গে আগামী ১৫ অক্টোবর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করেন।

মামলার অন্য আসামিরা হলেন- রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের ইজারা গ্রহীতা সৈয়দ মো. হোসাইন ইমাম ফারুক (এস এম এইচ আই ফারুক), রূপায়ন হাউজিং এস্টেট লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (বর্তমান চেয়ারম্যান) লিয়াকত আলী খান মুকুল ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী সাইদুর রহমান।

রাজউকের সাবেক অথরাইজড অফিসার সৈয়দ মকবুল আহমেদ মারা যাওয়া তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিচার শুরু হওয়া চার আসামি জামিনে আছেন।

এর আগে এ মামলায় ২০১৯ সালের ২৯ অক্টোবর আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

আরএ/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডের বিচার নিয়ে যা বললেন সাবেক গণপূর্তমন্ত্রী
ধর্ষণ মামলায় এএসপি সোহেলের বিচার শুরু
ডা. সাবরিনার বিচার শুরু
X
Fresh