• ঢাকা রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
logo

আইস ও অস্ত্রসহ গ্রেপ্তার দুজন ৯ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

  ১৭ অক্টোবর ২০২১, ১৯:৫৮
দিনের, রিমান্ডে, খোকন, ও, রফিক,
গত ১৬ অক্টোবর র‍্যাবের হাতে আটক হন খোকন ও রফিক। ছবি: সংগৃহীত

অবৈধ মাদক আইস বা ক্রিস্টাল মেথ’র এ যাবতকালের সবচেয়ে বড় চালান ও অস্ত্রসহ গ্রেপ্তার হওয়া আইস সিন্ডিকেটের অন্যতম হোতা মোহাম্মদ হোসেন ওরফে খোকন ও তার সহযোগী রফিকের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (১৭ অক্টোবর) আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে যাত্রবাড়ী থানার মাদক ও অস্ত্র আইনের পৃথক দুই মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমান মাদক মামলায় পাঁচ দিন ও আরেক মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া অস্ত্র মামলায় চার দিনের রিমান্ডের আদেশ দেন।

গত শনিবার (১৬ অক্টোবর) যাত্রাবাড়ীতে অভিযান চালিয়ে খোকন ও তার এক সহযোগীকে গ্রেফতার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সে সময় তাদের কাছ থেকে প্রায় পাঁচ কেজি আইস, বিদেশি অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এটি এখন পর্যন্ত দেশে আটক হওয়া আইসের সবচেয়ে বড় চালান, যার আনুমানিক মূল্য সাড়ে ১২ কোটি টাকা।

এনএইচ/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিড়ালের খাবারের প্যাকেটে আইস রাখতেন সংগীতশিল্পী এনামুল কবির
মিল্টন সমাদ্দারের স্ত্রীকে ডেকেছে ডিবি
যে কারণে ইসরায়েলকে আইসিসির সতর্কবার্তা
মিয়ানমারের বিরুদ্ধে মামলা দ্রুত নিরসনে আশাবাদী গাম্বিয়া
X
Fresh