• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে যা বললেন মোস্তাফা জব্বার

আরটিভি নিউজ

  ১৪ অক্টোবর ২০২১, ১১:১৫
সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে যা বললেন মোস্তাফা জব্বার
ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার ক্রমেই বিপজ্জনক হচ্ছে। বিভিন্ন সময় ফেসবুকে পরিকল্পিতভাবে ছবি, ভিডিও এবং সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল বুধবার (১৩ অক্টোবর) কুমিল্লায় একটি মন্দিরে ‘কুরআন’ অবমাননার ছবি ফেসবুকে দ্রুত ছড়িয়ে দেওয়া হয়। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার খবর পাওয়া যায়। এমনকি প্রাণহানির ঘটনাও ঘটে। বিষয়টি নজরে আসার পর সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়ার কথা বলেছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

গণমাধ্যমকে তিনি বলেছেন, ইতোমধ্যে ফেসবুক কর্তৃপক্ষের কাছে ১০০-এর বেশি ফেসবুক লিংক বন্ধ করার সুপারিশ করা হয়েছে। সেগুলো শিগগিরই বন্ধ হয়ে যাবে বলে আশা করছি।

মন্ত্রী বলেন, শুধু ফেসবুক নয়, অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম থেকেও উসকানিমূলক কন্টেন্ট সরাতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা আগের তুলনায় ডিজিটাল মাধ্যমে অপপ্রচার নিয়ন্ত্রণ করতে সক্ষম হচ্ছি।

তিনি আরও বলেন, অপপ্রচারকারীরা যাতে এসব ঘটনা ছড়াতে না পারে সেজন্য কুমিল্লার ঘটনাস্থল এলাকার ইন্টারনেট গতিতেও নিয়ন্ত্রণ আনা হয়েছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুমিল্লায় ইতোমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আরএ/এসএস/এসকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh