Mir cement
logo
  • ঢাকা মঙ্গলবার, ০৭ ডিসেম্বর ২০২১, ২২ অগ্রহায়ণ ১৪২৮

ক্লিন ফিড বাস্তবায়নে কাল থেকে মাঠে নামছে মোবাইল কোর্ট

ক্লিন, ফিড, বাস্তবায়নে, কাল, থেকে, মাঠে, নামছে, মোবাইল, কোর্ট,
ফাইল ছবি

ক্লিন ফিড আসার পরও যারা তা সম্প্রচার করছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামীকাল বুধবার থেকে মাঠে নামছে মোবাইল কোর্ট। ক্যাবল অপারেটররা নিয়মনীতি মানছে কিনা তাও দেখবে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, ক্লিন ফিড আসার পরও যারা তা সম্প্রচার করছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মোবাইল কোর্ট। আমরা দেশের আইন কার্যকর করেছি দেশের স্বার্থে, সবার স্বার্থে। একটি মহল নানা অজুহাতে আইন কার্যকর করতে দেয়নি। তাই ক্যাবল অপারেটররা নিয়মনীতি মানছে কি না- তাও খতিয়ে দেখবে মোবাইল কোর্ট।

ড. হাছান বলেন, এটি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। শুধু একটি পক্ষই বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করেছে তা নয়, সেটিকে পুঁজি করে আরও কেউ কেউ বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছিল। সেগুলো হালে পানি পায়নি।

এসময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান, বিজেসি চেয়ারম্যান রেজোয়ানুল হক প্রমুখ।

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS