• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

ন্যায়বিচারের জন্য ৫৭ ধারা বাতিল (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মে ২০১৭, ১৫:৪৫

দেশের মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারা বাতিল করা হচ্ছে। এটির পরিবর্তে নতুন আইন করা হবে। জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।

রোববার সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন উদ্বোধন শেষে তিনি এ কথা জানান।

আনিসুল হক বলেন, মানুষের বাক স্বাধীনতা ও ন্যায় বিচারা নিশ্চিত করতেই এই আইন পরিবর্তন করা হচ্ছে। নতুন আইনে কাউকে যাতে অহেতুক হয়রানি করা না হয় সে ব্যবস্থাও থাকবে।

তিনি বলেন, ৫৭ ধারা নিয়ে বিতর্ক ওঠেছে। বলা হচ্ছে এ ধারার মাধ্যমে জনগণের বাকস্বাধীনতা হরণ হচ্ছে। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের এ ধারা বাতিল করা হচ্ছে।

নতুন আইনে তথ্য প্রযুক্তির ধারা সম্পর্কে বিস্তারিত উল্লেখ করা হবে। কারণ এটি সবার কাছে পরিষ্কার করার দরকার আছে। নতুন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আসছে সেখানে সব বিষয়ে স্পষ্ট করা হবে।

এইচটি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh