• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পেছালো গণটিকা ক্যাম্পেইন

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২১, ১০:৪৬
পেছালো গণটিকা ক্যাম্পেইন
ফাইল ছবি

লকডাউন বাড়ানোয় পেছানো হয়েছে গণটিকা ক্যাম্পেইন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৪ আগস্ট থেকে শুরু হবে গণটিকা। ৭ আগস্টে হবে পরীক্ষামূলক টিকা দান।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হবে। তারপর সাতদিন বন্ধ থাকার পর আবার ক্যাম্পেইন চালু হবে। চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মহাপরিচালক বলেন, প্রতি ওয়ার্ডে ২০০ করে ইউনিয়নে ৬০০ জনকে টিকা দেওয়া হবে। কিন্তু ১১ আগস্ট পর্যন্ত কঠোর বিধিনিষেধ রয়েছে। এ অবস্থায় পরিবহন সমস্যা। সেজন্য ৭ আগস্ট টেস্ট হবে, ১৪ আগস্ট গণটিকা শুরু হবে।

জানা গেছে, নতুন পরিকল্পনায় যারা আগেই নিবন্ধন করেছেন এবং যাদের জাতীয় পরিচয় পত্র আছে তাঁরাই কেবল টিকা নিতে পারবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখসচিবের সভাপতিত্বে গতকাল বুধবার বিকেলে অনুষ্ঠিত এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে অংশ নেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh