• ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

আগস্টে আরও ৫০ লাখ টিকা আসার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২১, ১৭:৫২
আগস্টে আরও ৫০ লাখ টিকা আসার কথা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
ফাইল ছবি

চলতি মাসে দেশে আরও ৫০ লাখ করোনা টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, টিকা পাওয়ার জন্য আমরা বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করেছি। এর মধ্যে কোভ্যাক্স থেকে অ্যাস্ট্রোজেনেকা-মর্ডানা এবং ফাইজারের টিকা পেয়েছি। এছাড়া চীনের সঙ্গে চুক্তি করে সিনোফার্মের টিকা পেয়েছি।

রোববার (২ আগস্ট) বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে ভার্চ্যুয়ালি আয়োজিত এক ওয়েবমিনারে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের কাছে অ্যাস্ট্রোজেনেকার ২ কোটিরও বেশি টিকা পাওনা রয়েছে। এছাড়া রাশিয়ার সঙ্গে টিকা নেওয়ার চুক্তিতে আমরা কাজ করে যাচ্ছি। সেখানেও আমাদের ১ কোটি টিকার অর্ডার দেওয়া আছে। এছাড়া আগামী বছর জনসন অ্যান্ড জনসনের ৭ কোটি টিকা পাওয়ার কথা রয়েছে। আশা করছি, যেভাবে টিকা পাচ্ছি, তাতে আমরা ভালো একটা অবস্থানে থাকবো।

ওয়েবমিনারে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া। বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন- স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাস্থ্যশিক্ষা বিভাগের সচিব মো. আলী নূর ও অতিরিক্ত সচিব সৈয়দ মুজিবুল হক।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অনুসন্ধান চলছে: স্বাস্থ্যমন্ত্রী
টাইম ম্যাগাজিনে ১০০ প্রভাবশালীর তালিকায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী
ডেঙ্গুতে আর কেউ যেন স্বজন না হারায়: স্বাস্থ্যমন্ত্রী
ভুল চিকিৎসা বলার অধিকার কারও নেই: স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh