• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

‘যৌথভাবে টিকা উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ’

আরটিভি নিউজ

  ০২ আগস্ট ২০২১, ১৬:৪৪
‘যৌথভাবে টিকা উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ’
ফাইল ছবি

সিনোফোর্মের সঙ্গে যৌথভাবে করোনার টিকা উৎপাদনে চীনের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

সোমবার (২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে পররাষ্ট্রমন্ত্রী চীনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগস্ট থেকে তুরস্কের সঙ্গে সিনোফার্ম যৌথ উৎপাদনে যাচ্ছে। আমার সঙ্গে আলোচনার পর চীনের রাষ্ট্রদূত যৌথ উৎপাদনের খসড়া সমঝোতা স্মারক তাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এই চুক্তি সইয়ের পর উৎপাদন শুরু করতে দুই মাস লাগতে পারে।

তিনি বলেন, সিনোফার্ম আমাদের নিরবচ্ছিন্নভাবে টিকা দেওয়ার আশ্বাস দিয়েছে। তাদের টিকার বিপুল চাহিদা রয়েছে। এ জন্য আগেভাগে বাড়তি টিকার সংখ্যা জানাতে চেয়েছিল চীন। আমরা সেটা দিয়েছি। চীনের কাছ থেকে টিকা ক্রয়ের পর এক মাসে ৭০ লাখ টিকা পেয়েছি। এ মাস আরো টিকা আসবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আকাশে নয়, পানিতেও চলে চীনের এই উড়োজাহাজ
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক দেখে বিএনপির মাথা খারাপ: পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞার কবলে ২৬ চীনা কোম্পানি
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআরের প্রতিনিধির সাক্ষাৎ
X
Fresh