• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কৃষিঋণের লক্ষ্যমাত্রা ২৮ হাজার কোটি টাকা নির্ধারণ

আরটিভি নিউজ

  ২৯ জুলাই ২০২১, ১৫:১৪
ছবি সংগৃহীত।

চলতি ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশ ব্যাংক কৃষি খাতে ২৮ হাজার ৩৯১ কোটি টাকা বিতরণের লক্ষ্যমাত্রা ধরে নতুন নীতিমালা ঘোষণা করেছে। যা কিনা গত অর্থবছরের জন্য নির্ধারিত ২৬ হাজার ২৯২ কোটি টাকার তুলনায় ৭ দশমি ৯৮ শতাংশ বেশি।

বৃহস্পতিবার (২৯ জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের এই পরিস্থিতিতে গত অর্থবছর অনেক খাতে আশানুরুপ ঋণ বিতরণ না হলেও কৃষিতে বিতরণ হয়েছে ২৫ হাজার ৫১১ কোটি টাকা। মোট লক্ষ্যমাত্রার যা ৯৭ শতাংশের বেশি। বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের নিবিড় তদারকির ফলে এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কৃষি ও পল্লী ঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় চলতি অর্থবছরে রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকের জন্য ১১ হাজার ৪৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি বাণিজ্যিক ব্যাংকের জন্য ১৭ হাজার ৩৪৬ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে চাকরি ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা
অর্ধশতাধিক কর্মকর্তা একসঙ্গে বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন
খেলাপি ঋণ ও ভর্তুকি কমানোর পদক্ষেপ জানতে চায় আইএমএফ
X
Fresh