• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বাকস্বাধীনতা বন্ধ করার ইচ্ছে সরকারের নেই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মে ২০১৭, ১৭:১৫

বর্তমান সরকার মানুষের গণতান্ত্রিক ও বাকস্বাধীনতায় বিশ্বাস করে। কারো মুক্ত বক্তব্য আটকে রাখার ইচ্ছে সরকারের নেই। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।

বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত বার্নিকাটের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা মুক্ত বক্তব্যের স্বাধীনতা ব্যাহত করছে। প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে তা দূর করা হবে। এ ছাড়া বর্তমান এই ধারা নিয়ে যে বিভ্রান্তি আছে তাও দূর করা হবে।

আইনমন্ত্রী বলেন, বর্তমান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা স্বাধীন মতপ্রকাশের অন্তরায়। এরইমধ্যে বিভিন্ন মহল থেকে এটি বাতিলের দাবি করা হচ্ছে। নতুন ডিজিটাল নিরাপত্তা আইনে এটি আর থাকবে না। এটি সংস্কার করা হবে।

তিনি বলেন, ৫৭ ধারা চালুর পর থেকে তা নিয়ে বিভিন্ন মহলের উদ্বেগ লক্ষ্য করছি। আর সেই জন্যে সরকার তথ্য প্রযুক্তির জন্য একটা ডিজিটাল নিরাপত্তা আইন করতে যাচ্ছে। সেই আইনে বর্তমান ধারাটি বিলুপ্ত করা হবে।

তিনি বলেন, ৫৭ ধারায় গ্রেপ্তার হওয়া সাংবাদিকদের বিষয়ে আলোচনা করা হবে। তাদের প্রতি যেনো অবিচার না হয় সে জন্যে সরকার সচেষ্ট থাকবে। তারা ন্যায় বিচার বঞ্চিত হবেন না।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আ.লীগ : আইনমন্ত্রী 
বিএনপি অস্তিত্ব হারিয়ে এখন আবোল-তাবোল বকছে : আইনমন্ত্রী
দেশে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আইন হচ্ছে
বাড়ছে সাজা স্থগিতের মেয়াদ, বিদেশ যেতে পারবেন না খালেদা জিয়া
X
Fresh