• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আইসিটি আইনের ৫৭ ধারা থাকছে না (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মে ২০১৭, ০৯:৪৩

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারা থাকছে না। জানালেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, “নতুন ডিজিটাল সিকিউরিটি আইন প্রণয়ন করা হচ্ছে। এ আইনে ৫৭ ধারার বিষয়ে পরিষ্কার করা হবে এবং বর্তমান সরকারের বাক-স্বাধীনতা কেড়ে নেয়ার যে কোনো ইচ্ছে নেই তা এই আইনে প্রমাণ করে দেয়া হবে।”

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে শিশু-কিশোর সংগঠন ‘খেলাঘর’-এর ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংবাদিক ‘বজলুর রহমান ভাইয়া স্মৃতি পদক’ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেছেন, নতুন ডিজিটাল সিকিউরিটি আইনের খসড়া বর্তমানে আইন মন্ত্রণালয়ে রয়েছে। এর অস্পষ্টতা দূর করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে শিগগিরই চূড়ান্ত খসড়া প্রণয়ন করা হবে।

এদিকে সুপ্রিম কোর্টের সামনে গ্রীক মূর্তির বিষয়ে তিনি বলেন, এখানে ধর্মের কোনো বিষয় নয়, সত্য প্রকাশের জন্যই মূর্তি সরানোর কথা বলা হচ্ছে। এটা লেডি জাস্টিসের ভাস্কর্য। এটি বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। কারণ লেডি জাস্টিস শাড়ি পরতেন না। আর এজন্যই সরকার এর বিরোধিতা করছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh