• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর পিলারের কোনো ক্ষতি হয়নি: প্রকল্প পরিচালক

আরটিভি নিউজ

  ২৩ জুলাই ২০২১, ২২:৩৭
ফেরির ধাক্কায় পদ্মা সেতুর পিলারের কোনো ক্ষতি হয়নি
ছবি: সংগৃহীত

ফেরির ধাক্কায় পদ্মা সেতুর পিলারের কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। শুক্রবার (২৩ জুলাই) সাংবাদিকদের তিনি এ খবর জানান।

শফিকুল ইসলাম বলেন, পিলারের সঙ্গে ফেরির ধাক্কায় ফেরি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু পিলারের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পদ্মা সেতুর পিলারগুলো ৪ হাজার টনের বেশি ধাক্কা সহ্য করতে পারে। আরো জোরে ধাক্কা লাগলে হয়ত প্রাণহানির মতো ঘটনা ঘটে যেতে পারত।

এ ধরণের ধাক্কা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, সব কিছু পরিকল্পনা করেই এসব পিলার তৈরি করা হয়েছে। তেমন আতঙ্কের কোনো বিষয় এখানে নেই।

শুক্রবার সকালে মাদারীপুরের বাংলাবাজারঘাট থেকে শিমুলিয়া ঘাটে আসার পথে শাহ জালাল নামের একটি ফেরি পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে ধাক্কা দেয়। এতে ফেরির সমানের অংশে বড় ধরনের ছিদ্র হয়। এ ঘটনায় ফেরির অন্তত ২০ জন আহত হন।

এদিকে সঠিকভাবে ফেরি চালনায় ব্যর্থ হওয়ায় ওই ফেরির ইনচার্জ অফিসার আব্দুর রহমানকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।


জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে পদ্মা সেতুর টোলপ্লাজায় ত্রুটি, তীব্র যানজট
ঢাকা-ভাঙ্গা-রাজবাড়ী রুটের কমিউটার ট্রেনের উদ্বোধন
পদ্মা সেতুতে ১৫০০ কোটি টাকা টোল আদায়ের মাইলফলক
ছুটির ৫ দিনে পদ্মা সেতুতে যত টাকার টোল আদায়
X
Fresh