• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

রাষ্ট্রপতি লন্ডন থেকে ফ্রাংকফুর্টে পৌঁছেছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০১৭, ১২:৩৮

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ মেডিক্যাল চেকআপের জন্য এখন বিদেশে রয়েছেন। তিনি শনিবার সন্ধ্যায় (স্থানীয় সময়) জার্মানির ফ্রাংকফুর্টে পৌঁছেন।

সফরসঙ্গী প্রেস সেক্রেটারি জয়নাল আবেদীনকে উদ্ধৃত করে রাষ্ট্রপতির ডেপুটি প্রেস সেক্রেটারি এম আবুল কালাম আজাদ বাসসকে এ তথ্য জানান।

তিনি বলেন, ফ্রাংকফুর্ট বিমানবন্দরে পৌঁছালে সন্ধ্যা ৫টা ৫৫ মিনিটে রাষ্ট্রপতিকে স্বাগত জানান জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

রাষ্ট্রপতি স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন থাকবেন এবং ১ মে ফ্রাংকফুর্ট থেকে লন্ডনে ফিরবেন।

এর আগে, রাষ্ট্রপতি মুরফিল্ডস আই হসপিটালে এবং বুপা ক্রমওয়েল হসপিটালে মেডিক্যাল চেকআপ করাতে গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন।

রাষ্ট্রপতি আগামী ৪ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

সি/

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ চেয়েছেন রাষ্ট্রপতি
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
বাংলাদেশ-কাতারের মধ্যে ১১ চুক্তি-সমঝোতার সম্ভাবনা
‘বাঙালি সংস্কৃতির বিকাশে পহেলা বৈশাখ অবিনাশী শক্তি’
X
Fresh