• ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
logo

হাওরে প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০১৭, ১০:২৯

বন্যাকবলিত হাওর এলাকা পরিদর্শন করতে সুনামগঞ্জ পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

রোববার সকাল ১০টার দিকে তিনি হেলিকপ্টার যোগে সুনামগঞ্জে পৌঁছান।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রী হাওর অঞ্চলের বন্যা পরিস্থিতি দেখতে উত্তর-পূর্বাঞ্চলীয় সুনামগঞ্জ জেলার বন্যাকবলিত হাওর ঘুরে দেখবেন।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানান, শাল্লা উপজেলার শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সহায়তা কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।পরে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি।

এদিকে, প্রধানমন্ত্রীর আগমনে নতুন করে আশার আলো দেখছেন হাওরবাসী। নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

অকাল বন্যায় সুনামগঞ্জে প্রায় ২ লাখ ৬৮ হাজার হেক্টর জমির বোরো ধান এখন পানির নিচে। ধান পচে পানি বিষাক্ত হয়ে মারা গেছে হাওরের মাছও।

চোখের সামনে সবকিছু হারিয়ে নিঃস্ব এখানকার কৃষকরা। দু’বেলা দু’মুঠো আহারের ব্যবস্থা করাটাও এখন তাদের জন্য কষ্টসাধ্য। এর মাঝেও প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে নতুন করে স্বপ্ন দেখছেন হাওরবাসী। আর্থিক সহায়তার পাশাপাশি বিনাসুদে ঋণ ও পুনর্বাসনের দাবি তাদের।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ড. জেকিল ও মি. হাইড চরিত্রে অভিনয়, অতঃপর প্রধানমন্ত্রীর ধমক 
ঢাকা সেনানিবাসে এএফআইপি ভবন ও সেনাপ্রাঙ্গণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
সেনাবাহিনী মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে: প্রধানমন্ত্রী
১৫ বছরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অভূতপূর্ব সাফল্য: নৌপরিবহন প্রতিমন্ত্রী
X
Fresh