• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

প্রয়োজনের চেয়ে বেশি ত্রাণ দেয়া হচ্ছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৮ এপ্রিল ২০১৭, ১২:৩৪

বন্যা কবলিত হাওর জেলায় প্রয়োজনের চেয়ে বেশি ত্রাণ দেয়া হচ্ছে। এ ত্রাণ দিচ্ছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।বললেন বন্যা বিষয়ক কমিটির সদস্য সচিব মোঃ মহসিন।

শুক্রবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সচিব বলেন, বন্যা কবলিত ৬ জেলা এখন ত্রাণ মন্ত্রণালয় শুধু ত্রাণ বিতরণ করছে। পরে অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আরো ত্রাণ দেয়া হবে।

মহসিন বলেন, এ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। পরবর্তী ফসল ওঠার আগ পর্যন্ত ত্রাণ দেয়া হবে।

দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানায়, অকাল বন্যায় হাওরের ২ লাখ ১৯ হাজার ৮৪০ হেক্টর জমির ফসল তলিয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ১৮ হাজার ২০৫টি ঘরবাড়ি। ৮ লাখ ৫০ হাজার ৮৮টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
বিশ্বের সর্ববৃহৎ আলপনার উদ্বোধন
বিশ্বের দীর্ঘতম আলপনা আঁকা হচ্ছে হাওরে
টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার বুয়েট শিক্ষার্থীদের বহিষ্কারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম 
X
Fresh