Mir cement
logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৫ আগস্ট ২০২১, ২১ শ্রাবণ ১৪২৮

ঢাকার সাথে যোগাযোগ বন্ধ থাকলেও সারাদেশে চলছে ১১ জোড়া ট্রেন

ঢাকার সাথে যোগাযোগ বন্ধ থাকলেও সারাদেশে চলছে ১১ জোড়া ট্রেন
ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে ঢাকা থেকে দেশজুড়ে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ করলেও পাঁচ জোড়া আন্তঃনগর ও ছয় জোড়া কমিউটার-মেইল ট্রেন চলার কথা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

আন্তঃনগর ট্রেনগুলোর সবই চট্টগ্রাম-সিলেট এবং চট্টগ্রাম-ময়মনসিংহ রুটের।

বুধবার (২৩ জুন) বাংলাদেশ রেলওয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

যেসকল আন্তঃনগর ট্রেন চলাচল করছে- পাহাড়িকা এক্সপ্রেস (সিলেট-চট্টগ্রাম-সিলেট), উদয়ন এক্সপ্রেস (চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম), মেঘনা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর), বরেন্দ্র এক্সপ্রেস (চিলাহাটি-আব্দুলপুর) এবং বিজয় এক্সপ্রেস (চট্টগ্রাম-ময়মনসিংহ)৷

কমিউটার, লোকাল এক্সপ্রেস ও মেইল ট্রেনের মধ্যে চলাচল করছে- বগুড়া কমিউটার (লালমনিরহাট-সান্তাহার-লালমনিরহাট), পদ্মরাগ কমিউটার (সান্তাহার-লালমনিরহাট-সান্তাহার), সাগরিকা এক্সপ্রেস (চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম), ময়মনসিংহ এক্সপ্রেস (চট্টগ্রাম-বঙ্গবন্ধু সেতু পূর্ব -চট্টগ্রাম), বিরল কমিউটার (লালমনিরহাট-বিরল-লালমনিরহাট) এবং কলেজ ট্রেন (বোনারপাড়া-সান্তাহার-বোনারপাড়া)৷

তবে লকডাউন ঘোষণা করা এলাকার আওতাধীন স্টেশনে ট্রেনগুলো যাত্রাবিরতী করবে না।

মঙ্গলবার (২২ জুন) সারাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ ঘোষণা হলেও এ দুই রুটে ট্রেন চলাচলের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে।

এমএন

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS