• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

১১ লাখ ভ্যাকসিন এখন হাতে আছে: স্বাস্থ্যমন্ত্রী

আরটিভি নিউজ

  ১৬ জুন ২০২১, ১৫:০০
১১ লাখ ভ্যাকসিন এখন হাতে আছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি বলেছেন, আগস্টে এস্ট্রেজেনিকার ১০ লাখ ডোজ করোনার টিকা পাবে বাংলাদেশ। চীন এ মাসেই জানাবে কবে টিকা দিবে। রাশিয়া, আমেরিকার সঙ্গেও কথা চলছে। ১১ লাখ ভ্যাকসিন এখন হাতে আছে। এগুলো ১৯ জুন থেকে ৫ লাখ লোককে দেয়া হবে।

রাজধানীর সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে করোনা পরিস্থিতি ও টিকার বিষয়ে সংবাদ ব্রিফিংয়ে বুধবার (১৬ জুন) দুপুরে তিনি একথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, বঙ্গভ্যাক্স ট্রায়ালের আন্তর্জাতিক নিয়ম ফলো না করায় অনুমতি দেয়া হয়নি। অপরদিকে দেশে যৌথভাবে টিকা উৎপাদনের জন্য বিভিন্ন দেশকে প্রস্তাব দেয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভ্যাকসিন পাওয়ার জন্য চেষ্টা অব্যাহত আছে এবং প্রতিনিয়ত চেষ্টা হচ্ছে। ভ্যাকসিন পেতে চীনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছে সরকার।

‘রাশিয়া ও চীনের টিকার দামের বিষয়ে তাদের সঙ্গে গোপনীয়তার চুক্তি হয়েছিল। কিন্তু সেটা ভঙ্গ হওয়ায় এখন টীকা পেতে দেরি হচ্ছে। তাই এখন তাদের কাছ থেকে টিকার দাম নিয়ে কথা বলা হবে না। তা না হলে টিকা পেতে সমস্যা হবে।’
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
দেশের হাসপাতালগুলো প্রস্তুত রাখার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
বয়স্ক-শিশুদের অপ্রয়োজনে বাইরে না যাওয়ার পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
X
Fresh