Mir cement
logo
  • ঢাকা রোববার, ২০ জুন ২০২১, ৬ আষাঢ় ১৪২৮

অল্প বৃষ্টিতেই রাজধানীর সড়কে পানি, যানজটের ভোগান্তি

অল্প, বৃষ্টি, রাজধানী, সড়ক, পানি, যানজট, ভোগান্তি
ফাইল ছবি

অল্প বৃষ্টিতেই রাজধানীর বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। এতে বেশ কয়েকটি এলাকায় যানজট দেখা গেছে।

বৃষ্টি শেষে গুলিস্তান, ফুলবাড়িয়া, জিরো পয়েন্ট, পল্টন, প্রেস ক্লাব, দৈনিক বাংলা, বিজয় নগর, কাকড়াইল, শান্তিনগর, মালিবাগের আশপাশের সড়কে যানজট দেখা গেছে।

রাস্তায় বের হওয়া মানুষরা বলছেন, রাস্তায় অনেক জায়গায় পানি জমে আছে। এরমধ্যে আবার শত শত যাত্রী বাসের অপেক্ষায় আছে। অনেকেই বাসে উঠতে পারছেন না। এছাড়া অনেক এলাকার গলির ভেতরেও পানি জমে গেছে। সেখান থেকেও মানুষ ঠিকভাবে চলাফেরা করতে পারছে না।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এসএস

RTV Drama
RTVPLUS