• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জঙ্গিবাদ গবেষণার বিষয় : ড.ফরাসউদ্দিন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ এপ্রিল ২০১৭, ১৩:২৫

ধর্মের নামে যে জঙ্গিবাদ হচ্ছে সেটা অবশ্যই ঝুঁকিপূর্ণ, এটা গবেষণার বিষয়। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হতে হবে। বললেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মাদ ফরাসউদ্দিন।

রোববার রাজধানীর লেকশোর হোটেলে দু’দিনব্যাপী বিআইডিএস ক্রিটিকাল কনভারসেশন-২০১৭ সম্মেলনের প্রথম সেশনের সভাপতি হিসেবে তিনি এসব কথা বলেন।

ফরাসউদ্দিন বলেন, ২০২৯ সালের মধ্যে বাংলাদেশের উচ্চ-মধ্যম আয়ের দেশে রুপ নিবে। আমরা যদি ২০২২ সাল নাগাদ আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার দুই অংকে নিয়ে যেতে পারি তবে ২০২৭ সালের মধ্যেই উচ্চ-মধ্যম আয়ের দেশ হতে পারব। প্রবৃদ্ধির বর্তমান ধারাবাহিকতা বজায় থাকলেই এই লক্ষ্য অর্জন সম্ভব। এই ধারাবাহিকতায়ই নিম্ন-মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া সম্ভব।

প্রথম সেশনে রিভিউ অব ডেভেলপমেন্ট অ্যান্ড এমার্জিং চ্যালেঞ্জ শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন বিআইডিএস মহাপরিচালক ড. খান আহমেদ সৈয়দ মুরশিদ। প্রতিবেদনে দুর্নীতি ও জঙ্গিবাদ ছাড়াও অন্যান্য বাধাগুলোর মধ্যে জলবায়ু পরিবর্তন, অপরিকল্পিত নগরায়ন ও বেকারত্বের কথা বলা হয়েছে।

সম্মেলনে শিক্ষা, নারী, শিশু, জলবায়ু ও নারী উদ্যোক্তা শীর্ষক ১৪টি প্রতিবেদন উপস্থাপন করা হবে।

এমসি/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের পরেই কঠোর অবস্থানে যাবে সরকার : শাজাহান খান
জঙ্গিবাদ নির্মূলের শপথ শাহবাজ শরীফের
জঙ্গিবাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী
বইমেলাকে কেন্দ্র করে চ্যালেঞ্জ জঙ্গিবাদ-অগ্নিকাণ্ড : ডিএমপি কমিশনার
X
Fresh