• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

১৪ দিন পর ঢাকায় ফিরতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধ

আরটিভি নিউজ

  ১৬ মে ২০২১, ১৮:২০
১৪ দিন পর ঢাকায় ফিরতে স্বাস্থ্য অধিদপ্তরের অনুরোধ
স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলামের ভার্চুয়াল ব্রিফিং

সরকারের নির্দেশ উপেক্ষা করে যারা ঈদে বাড়ি গিয়েছেন, তাদের অফিস খোলা না হলে ১৪ দিন পর ঢাকায় ফেরার অনুরোধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র নাজমুল ইসলাম রোববার (১৬ মে) দুপুরে ভার্চুয়াল ব্রিফিংয়ে এ অনুরোধ জানিয়ে বলেন, ‘সরকার পরামর্শ দিয়েছিল আমরা যেন এবারের ঈদে নিজ নিজ অবস্থান ছেড়ে বাইরে চলে না যাই। কিন্তু আমরা দেখেছি, অনেক সংখ্যক মানুষ এই পরামর্শ উপেক্ষা করেও নানাভাবে ঈদে বাড়ি ফেরার চেষ্টা করেছেন। সেখানে কিছু মর্মান্তিক দৃশ্য দেখেছি, যেটি মোটেও কাম্য নয়।’

স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যারা বাড়িতে গেছেন অথচ তাদের অফিস এখনো খোলেনি। স্কুল-কলেজে দেরি করে ফিরলেও কোনো ক্ষতি হচ্ছে না। তারা অন্তত সাত থেকে ১৪ দিন দেরি করে ফিরে আসবেন।’

তিনি আরও বলেন, ‘যাদের ইতোমধ্যে উপসর্গ দেখা গেছে, তারা নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হাসপাতালে আরটি-পিসিআর পরীক্ষা অবশ্যই করিয়ে নেবেন। ফিরে আসার সময় শতভাগ স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে।’
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তাপদাহে বছরে ২৭০০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন ঢাকা
‘ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বন্ধ হচ্ছে মোটরসাইকেল’
তাপদাহে ঢাকায় উৎপাদনশীল খাতে বছরে যত ক্ষতি
চিফ হিট অফিসারের পরামর্শে ঢাকায় কৃত্রিম বৃষ্টি
X
Fresh