• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

কলকারখানাতেও ছুটি থাকছে তিন দিন

আরটিভি নিউজ

  ০৯ মে ২০২১, ১৫:৫৮
ছবি সংগৃহীত।

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান জানিয়েছেন, কারখানায় সরকারের তিন দিন ছুটি ঘোষণা ব্যত্যয়ের সুযোগ নেই।

রোববার (৯ মে) রাজধানীর শ্রম ভবনে আয়োজিত আরএমজি বিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদ (টিসিসি) সভায় তিনি এসব কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমিকদের নির্ধারিত ছুটির বাইরে ওভারটাইম করাবেন না- পরে ছুটি দেবেন তা মালিক ও শ্রমিকপক্ষ নির্ধারণ করবেন।

তিনি বলেন, ঈদে সরকার তিন দিন ছুটি নির্ধারণ করেছে। যদিও এর বাইরে অনেক গার্মেন্টসে পাঁচ-সাত দিন পর্যন্ত ছুটি দিয়েছে। ছুটি যাই হোক, কর্মস্থলে অবস্থান করতে হবে। সরকার নির্ধারিত তিন দিনের বেশি যদি কোনো কারখানায় ছুটি দেয়া হয় তবে তাকে অবশ্যই কারখানার শ্রমিকদের কর্মস্থলেই থাকা নিশ্চিত করতে হবে। কোনোভাবেই নিজ নিজ কর্মস্থল ত্যাগ করা যাবে না।

এদিকে বিজিএমইএ’র সিনিয়র সহ-সভাপতি এস এম মান্নান কচি বলেন, আমাদের ছুটি দিতে কোনো আপত্তি নেই, ছুটি আসবে- ছুটি যাবে। সবার আগে জীবন, দেশ। এখন পরিস্থিতি ভালো নয়। এ অবস্থায় প্রধানমন্ত্রী তিন দিনের ছুটি নির্ধারণ করেছেন। এতে আপত্তি থাকার কথা নয়।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে না ছুটি, ক্লাস শুরুর প্রস্তুতি
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে নতুন সিদ্ধান্ত আসছে
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
৩০ বছর বয়সে ১৪ নারীর স্বামী সাঈদ
X
Fresh