• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

চিরকুট লিখে হাসপাতালে করোনা রোগীর ‘আত্মহত্যা’

আরটিভি নিউজ

  ১৮ এপ্রিল ২০২১, ২১:৩৮
চিরকুট লিখে হাসপাতালে করোনা রোগীর ‘আত্মহত্যা’
চিরকুট লিখে হাসপাতালে করোনা রোগীর ‘আত্মহত্যা’

রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিরকুট লিখে এক করোনা রোগী ‘আত্মহত্যা’ করেছেন। রোববার সকালে হাসপাতালের নিচে করোনায় আক্রান্ত ওই রোগীর থেঁতলে যাওয়া মরদেহ পাওয়া যায়। তিনি হাসপাতালের ১১তলার একটি কেবিনে চিকিৎসাধীন ছিলেন।

পুলিশের ধারণা, তিনি হাসপাতাল থেকে লাফ দিয়ে ‘আত্মহত্যা’করেছেন। হাসিব ইকবাল (৫০) নামে ওই ব্যক্তি রাজধানীর ইস্কাটনে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি কুমিল্লায়।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রলয় কুমার সাহা বলেন, ৯ এপ্রিল থেকে হাসিব হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবিবাহিত ওই ব্যক্তির আত্মীয়স্বজনকেও তেমন খুঁজে পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। সেখান থেকে মকবুল নামে তার দূরসম্পর্কের আত্মীয়ের মরদেহ নেওয়ার কথা রয়েছে। হাসপাতালে হাসিবের বিছানায় একটি চিরকূট পাওয়া গেছে। চিরকুটে তিনি লিখেছেন, ‘আমি আত্মহননের পথ বেছে নিলাম। ইসলামি শরিয়া মোতাবেক আমার দাফনের ব্যবস্থা করুন।’
পি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ভর্তি আর্জেন্টাইন ফরোয়ার্ড তেভেজ
হাসপাতালে সৌদি বাদশাহ
লক্ষ্মীপুরে তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা
কালিয়াকৈরে তাপদাহে হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েই চলেছে
X
Fresh