• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

‌‘মুভমেন্ট পাস’র  জন্য প্রতি মিনিটে ২১ হাজার ৩৩৭ হিট

আরটিভি নিউজ

  ১৪ এপ্রিল ২০২১, ২১:৪৬
মুভমেন্ট পাস

সারা দেশে কোভিড-১৯ ভাইরাস রোধে কঠোর লকডাউন শুরু হয়েছে বুধবার (১৪ এপ্রিল)। এই সময়ে বিশেষ প্রয়োজনে বাইরে যেতে মুভমেন্ট পাসের ব্যবস্থা করছে বাংলাদেশ পুলিশ।

তবে প্রথম দিন সকাল থেকেই এ পাস ইস্যু করতে হিমশিম খাচ্ছে পুলিশ। এ পর্যন্ত দুই দিনে মোট ৭ কোটি ৮১ লাখ নাগরিক পুলিশের মুভমেন্ট পাস নেয়ার জন্য ওয়েব সাইটে ঢুকেছে।

বেশি সংখ্যক হিটের ফলে ওয়েব সাইটটিতে আবেদনের ধীরগতিও দেখা দেয় মঙ্গলবার (১৩ এপ্রিল)।

পুলিশ সদর দপ্তর সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া) মো. সোহেল রানা জানান, বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টা পর্যন্ত ওয়েবসাইটে ৭ কোটি ৮১ লাখ হিট হয়েছে। সে হিসাবে, প্রতি মিনিটে হিট হয়েছে ২১ হাজার ৩৩৭ বার। তবে তাদের সবাই পাসের জন্য আবেদন করেনি।

জানা গেছে, গেলো দুই দিনে ৩ লাখ ১০ হাজার জন ব্যক্তি মুভমেন্ট পাসের জন্য আবেদন করেন। তাদের মধ্যে ২ লাখ ৫০ হাজার জনকে মুভমেন্ট পাস ইস্যু করা হয়েছে।

গতকাল সকালে উদ্বোধনের পরপরই পুলিশের movementpass.police.gov.bd ওয়েব সাইটটিতে ঢুকতে বিড়ম্বনায় পড়তে হয়েছে অনেককে।

এম

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh