logo
  • ঢাকা শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ৩ বৈশাখ ১৪২৮

আরটিভি নিউজ

  ০৫ এপ্রিল ২০২১, ১৭:০৭
আপডেট : ০৫ এপ্রিল ২০২১, ১৭:১৮

হেফাজতের কর্মকাণ্ড সমর্থন করি না, তবে মিছিল-মিটিং সমর্থন করি: ডা. জাফরুল্লাহ

হেফাজতের কর্মকাণ্ড সমর্থন করি না, তবে মিছিল-মিটিং সমর্থন করি: ডা. জাফরুল্লাহ
ফাইল ছবি

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী জানিয়েছেন, হেফাজতের কর্মকাণ্ড কোনোভাবেই সমর্থন করি না। তবে তাদের মিটিং-মিছিল করাটা সমর্থন করি। এটা মৌলিক অধিকার তাদের।

আজ সোমবার (৫ এপ্রিল) দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের মেজর হায়দার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ঘটনার স্থান পরিদর্শন করি আমরা। সেখানে সবার বক্তব্য শুনেছি এবং দেখেছি। আমাদের কাছে প্রতীয়মান হয়েছে যে এই হামলার সঙ্গে তৃতীয় রাষ্ট্রের ইন্ধন রয়েছে।

তিনি বলেন, রেলস্টেশনে আগুনের ঘটনা সাতদিন আগে ঘটলেও ৩ এপ্রিল আমরা সেখানে গিয়ে দেখেছি আগুন জ্বলছে। এটা কেন?

তিনি আরও বলেন, রাজনীতি রাজনীতিবিদদের করতে দেন। রাজনীতি এখন আমলা ও ব্যবসায়ীদের হাতে চলে গেছে। সেখানকার এমপি একজন আমলা তার কোনও রাজনৈতিক কর্মী নেই।

এসএস

RTV Drama
RTVPLUS