logo
  • ঢাকা শনিবার, ১৭ এপ্রিল ২০২১, ৪ বৈশাখ ১৪২৮

নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত
ফাইল ছবি

দেশের ১৩ অঞ্চলের নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দেশে বেশ কয়েকদিন ধরে তাপপ্রবাহ চললেও তবে তা কেটে গেছে। প্রবণতা শুরু হয়েছে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টি।

আজ সোমবার (২৯ মার্চ) আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর, রাজশাহী, বগুড়া, যশোর, কুষ্টিয়া, খুলনা, পাবনা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল অঞ্চলসমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অথবা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। তবে কালবৈশাখী বা সামুদ্রিক ঝড়ের কোনও আভাস নেই।

পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ অবস্থায় এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শেফা/এসএস

RTV Drama
RTVPLUS