• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

সন্ত্রাসবাদ মোকাবেলা নিয়ে শেখ হাসিনার প্রশংসায় মোদি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ এপ্রিল ২০১৭, ১৭:৩২

বাংলাদেশের সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতির ব্যাপক প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শনিবার নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে দুই প্রধানমন্ত্রীর শীর্ষ বৈঠকের পর সংবাদ সম্মেলনে মোদি এ প্রশংসা করেন।

এ সময় সন্ত্রাসদমনে দুই দেশ একসঙ্গে কাজ করবে বলেও জানান ভারতের এই প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি বাংলাদেশ-ভারতের অংশীদারিত্বমূলক সম্পর্কের জন্য অতীতের শীর্ষ নেতাদের প্রশংসাও করেন তিনি।

সংবাদ সম্মেলনের পর এক যৌথ বিবৃতিতে নরেন্দ্র মোদি বলেন, সন্ত্রাসের রাজত্ব থেকে বাংলাদেশকে মুক্ত করতে আমাদের সৈন্যদের প্রচেষ্টার স্বীকৃতি দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ।

দুই দেশের সম্পর্কের ফলে মানুষের উপকার হবে বলে বিবৃতিতে উল্লেখ করেন মোদি। তিনি বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের এবং বিশ্বস্ত উন্নয়নের অংশীদার ভারত।

দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ রূপায়ণের লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রী শীর্ষ বৈঠকে বসেন। পরে বৈঠক শেষে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ২২টি সমঝোতা-স্মারক চুক্তি সই করেন এ দুই রাষ্ট্রপ্রধান।

এএইচসি

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
থাইল্যান্ডের সঙ্গে ৫ সমঝোতা ও চুক্তি সই
‘চলতি বছরই থাইল্যান্ডের সঙ্গে বাণিজ্য চুক্তি’
থাইল্যান্ডের গভর্নমেন্ট হাউসে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী
থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
X
Fresh