আরটিভি নিউজ
আপডেট : ০১ মার্চ ২০২১, ১৬:৩৬
করোনায় দেশে গত ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ৫৮৫

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪১৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৮৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫ লাখ ৪৬ হাজার ৮০১ জন।
করোনাভাইরাস নিয়ে সোমবার (১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আরও পড়ুন :
চাঁদপুরে ৪ চোখ দুই মাথাওয়ালা ছাগলের বাচ্চার জন্ম
মালয়েশিয়ায় সংসদ ভেঙে নির্বাচন দেয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর!
বিকৃত ফ্যান্টাসিতে প্রলুব্ধ হওয়াদের টার্গেট করতো ‘সেক্স টয়’ বিক্রি চক্র
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৮৭৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৭৯৭ জন।
রোববার (২৮ ফেব্রুয়ারি) দেশে আরও ৩৮৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৮ জন।
পি