• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মে মাসে রাজপথে নামবে বিএনপি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ এপ্রিল ২০১৭, ১২:৫৮

দীর্ঘ বিরতি ভেঙে ফের মাঠের কর্মসূচিতে সরব হচ্ছে দেশের প্রধান বিরোধী দল বিএনপি। রোববার দলের স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭ এপ্রিলের ভারত সফরে জাতীয় স্বার্থ বিরোধী কোনো চুক্তি হলে এ মাসেই আন্দোলন করবেন তারা।

রোববার রাত ৯টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক অফিসে স্থায়ী কমিটির বৈঠক হয়। প্রায় দু’ঘণ্টার ওই বৈঠকে সমসাময়িক রাজনীতি ও জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে সামরিক চুক্তির মতো জাতীয় স্বার্থ বিরোধী কোনো চুক্তি হলেই কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এর আগে এ ধরনের চুক্তি করা থেকে বিরত থাকতে সরকারের প্রতি আহ্বান জানাবে দলটি।

এছাড়া জনসম্পৃক্ততা বাড়াতে নির্যাতন, মামলা-হামলার প্রতিবাদে আসছে মে মাসে কর্মসূচি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থায়ী কমিটি। তবে সবার আগে নিজেদের সাংগঠনিক জটিলতা দূর করতে নির্দেশ দিয়েছেন দলীয় প্রধান।

এছাড়া স্থায়ী কমিটির বৈঠকে ছাত্রদল নেতা নুরুল আলম নুরু হত্যার নিন্দা জানিয়ে এর প্রতিবাদে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

এইচটি/এএইচসি/এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh