• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ভ্যাকসিন নিলেন প্রায় ২৫ লাখ মানুষ

আরটিভি নিউজ

  ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:৩৮
ভ্যাকসিন নিলেন প্রায় ২৫ লাখ মানুষ
ফাইল ছবি

দেশে করোনাভ্যাকসিন নিয়েছেন মোট ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন। এর মধ্যে পুরুষ ১৬ লাখ ৩৪ হাজার ৩৩ জন ও নারী আট লাখ ৫৭ হাজার ২০ জন ভ্যাকসিন নেন।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের (এমআইএস) পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমানের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ সারাদেশে ১৮ লাখ ২৮ হাজার ৯৬ জন ভ্যাকসিন নেন। এরমধ্যে পুরুষ ১১ লাখ পাঁচ হাজার ৩১৮ ও নারী ছয় লাখ ৭৫ হাজার ৭৮ জন। ঢাকা মহানগরীতে ভ্যাকসিন নিয়েছেন ২৯ হাজার সাত জন। এরমধ্যে পুরুষ ১৮ হাজার ৬৭০ জন ও নারী ১০ হাজার ৩৩৭ জন ভ্যাকসিন নেন।

ঢাকা বিভাগে ভ্যাকসিন নিয়েছেন ৬২ হাজার ২৩৯ জন। এছাড়াও ময়মনসিংহ বিভাগে আট হাজার ১৮৮ জন ভ্যাকসিন নেন।

চট্টগ্রাম বিভাগে ৩৭ হাজার ৭০৮ জন ভ্যাকসিন নিয়েছেন। রাজশাহী বিভাগে ১৮ হাজার ৬৫১ জন ভ্যাকসিন নেন। রংপুর বিভাগে ১৫ হাজার ৭৬৫ জন ভ্যাকসিন নিয়েছেন। খুলনা বিভাগে ২২ হাজার ৮১৬ জন ভ্যাকসিন নেন।

বরিশাল বিভাগে আট হাজার ৪৪৩ জন ভ্যাকসিন নিয়েছেন। এবং সিলেট বিভাগে নয় হাজার ৮৬ জন ভ্যাকসিন নেন।

রাজধানীর বিভিন্ন হাসপাতালসহ সারা দেশের এক হাজার পাঁচটি হাসপাতালে কোভিড-১৯ টিকা দেয়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টিকা নিতে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট লাগবে হজযাত্রীদের 
ক্যানসারের টিকাও সম্ভব করতে পারে নতুন প্রযুক্তি
ঈদের ছুটিতে ২ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর ঝটিকা পরিদর্শন
করোনায় আরও একজনের মৃত্যু
X
Fresh