• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মুজিববর্ষ বিজয় দিবস পুরষ্কার বিতরণ করেছে শৈল্পিক স্বপ্ন 

অনলাইন ডেস্ক
  ১৬ ফেব্রুয়ারি ২০২১, ১৯:১৩

শিশুদের মাঝে বেশি বেশি বঙ্গবন্ধুর চর্চার মাধ্যমে একটি সৃজনশীল জাতি পাবে বাংলাদেশ। তাই জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে শিশু কিশোরদের প্রতি আহবান জানিয়েছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী। শিশু কিশোর সাংস্কৃতিক ও নাট্য সংগঠন শৈল্পিক স্বপ্ন আয়োজিত মুজিববর্ষ বিজয় দিবস ২০২০ এর বিজয়ীদের পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

একুশে পদক পাওয়া এ গুনী নাট্যজন আরো বলেন, শৈল্পিক চর্চার মাধ্যমে একটি শিশু পরিণত হয় তার সৃজনশীল মেধার বিস্তৃত পরিসরে। তাই শিশুদের মেধার বিকাশে শুধু ক্লাসে বই পড়া নয়, সাংস্কৃতিক ও খেলার জগতেও সম্পৃক্ত করতে হবে। বীর মুক্তিযোদ্ধা ড. অরুপ রতন চৌধুরী ( একুশে পদকপ্রাপ্ত সমাজ সেবক) তিনি বলেন, শিশুরা শুধু পড়াশোনা করলেই বড় হতে পারেনা, প্রয়োজন মেধার সৃজনশীল সাহিত্য সাংস্কৃতিক বিকাশ। তবে শিশু পূর্নবিকাশ হবে সে তৈরী হবে পরিপূর্নভাবে। এজন্য শিশুদের সাংস্কৃতিক চর্চায় বেশি বেশি যুক্ত রাখতে অভিভাবকদের প্রতি আহবান জানান ড. অরুপ রতন চৌধুরী। তিনি বলেন, সাহিত্য সাংস্কৃতিক বলয়েযুক্ত থাকা শিশু কিশোররা কখনো মাদকাসক্ত হতে পারে না। এটা দেশ তথা সমাজের জন্য অনেক বড় পাওয়া।

অনুষ্ঠানে স্বাধীন বাংলাবেতার কেন্দ্রের প্রথম নারী সংগীত শিল্পী নমিতা ঘোষ বলেন, শিশু বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধকে ধারণ করলেই সে বুদ্ধিদীপ্ত একজন পরিপূর্ন মানুষ হিসেবে গড়ে উঠতে পারবে।
অনুষ্ঠানে শৈল্পিক স্বপ্ ‘র প্রতিষ্ঠাতা নাজনীন খানমের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন , বাংলাদেশ শিশু একাডেমী সিনিয়র প্রশিক্ষক ও আবৃত্তি শিল্পী জনপ্রিয় উপস্থাপক রুপশ্রী চক্রবর্তী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ও শিশু সংগঠক বিতার্কি আবৃত্তি শিল্পী ইফতেখারুল ইসলাম ও বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সংগীত শিল্পী ও মিউজিক কম্পোজার আলম মাহমুদ, জনপ্রিয় লেখক ও শিশু সাহিত্যিক এবং সিসিমপুরের মিডিয়া কনসালটেন্ট পলাশ মাহবুব এবং খেলাঘর কেন্দ্রীয় কমিটির আবৃত্তি বিভাগের প্রধান আশরাফিয়া আলী আহমদ নানতু।

নাবিদ রহমান তুর্য্য ও নওশীন তাবাসসুম তৃণার সঞ্চালনায় অনুষ্ঠানে গান কবিতা পরিবেশন করে অনুষ্ঠানে আগত শিশু কিশোররা। এসময়ে সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা এম এম বাদশাহ বলেন, খুব শিগগিরই শিশুদের জন্য স্টেজ পারফরমেন্সের আয়োজন করতে যাচ্ছে শৈল্পিক স্বপ্ন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh