• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

বেসরকারি হাসপাতালে টিকার বিষয়ে যা বললেন স্বাস্থ্য সচিব

আরটিভি নিউজ

  ১৩ ফেব্রুয়ারি ২০২১, ১২:১১
বেসরকারি হাসপাতালে টিকার বিষয়ে যা বললেন স্বাস্থ্য সচিব
ছবি: সংগৃহীত

স্বাস্থ্য সচিব আবদুল মান্নান জানিয়েছেন, বেসরকারি হাসপাতালে টিকা দেয়ার বিষয়ে অফিসিয়ালি কোনও সিদ্ধান্ত এখনো হয়নি।

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) টিকা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, চমৎকার পরিবেশে টিকা দেয়া হচ্ছে। কোথাও কোনও সমস্যা হয়নি। দেশে টিকা কার্যক্রমের দীর্ঘ অভিজ্ঞতার ফলে সুষ্ঠুভাবেই চলছে করোনার টিকা কার্যক্রম।

তিনি বলেন, টিকা নিতে সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগছে। টিকার প্রাপ্তি নিয়ে কোনও সংশয় নেই। পরের চালান যথাসময়ে আসবে।

গ্রামপর্যায়ে মানুষ টিকা ঠিকমতো পাচ্ছেন না- এমন প্রশ্নের জবাবে আবদুল মান্নান বলেন, গ্রামের মানুষ ঠিকমতো টিকা পাচ্ছেন না, এমন কোনও তথ্য তাদের হাতে নেই। সরকার বিষয়টি খতিয়ে দেখবে এবং তা মূল্যায়ন করে ব্যবস্থা নেবে।

দেশে করোনার টিকা গণহারে দেওয়া শুরু হয় চলতি মাসের ৭ তারিখ থেকে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ১৩ লাখ ৬৮ হাজার ৫৭১ জনের নিবন্ধন হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম থেকে জানানো হয়েছে।

২৭ জানুয়ারি থেকে মানুষ সুরক্ষা ওয়েবসাইটে নিবন্ধন শুরু করেন। গত দুই দিনে দৈনিক দুই লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh