logo
  • ঢাকা মঙ্গলবার, ০২ মার্চ ২০২১, ১৭ ফাল্গুন ১৪২৭

আগামীকাল থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা

ছবি সংগৃহীত।

সারা দেশের বিভিন্ন অঞ্চলের মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এর ফলে উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় সূর্যের দেখা মিলছে না। আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামীকাল সোমবার (১৮ জানুয়ারি) থেকে এই অবস্থার উন্নতি হলেও শীত থাকবে।

গেলো মঙ্গলবার থেকে দেশে শৈত্যপ্রবাহ শুরু হয়।

আবহাওয়াবিদ আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, 'কাল সোমবার থেকে মূলত তাপমাত্রা বাড়তে শুরু করবে। তবে যেহেতু কুয়াশা আছে, সূর্যের দেখা মিলছে না, এ জন্য শীতের অনুভূতি থাকবে। আর মঙ্গলবার অথবা বুধবার থেকে শৈত্যপ্রবাহ কাটতে শুরু করবে। জানুয়ারি মাসের পুরোটাই শীতকাল। এ মাসে শৈত্যপ্রবাহ থাকুক আর নাই থাকুক শীত থাকবে।'

এম

RTV Drama
RTVPLUS