• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

মানব পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশির ৪৬ মাসের কারাদণ্ড

আরটিভি নিউজ

  ১০ জানুয়ারি ২০২১, ১৫:০৬
ফাইল ছবি

যুক্তরাষ্ট্রে মানব পাচারে পরিকল্পনার অভিযোগে দেশটিতে বসবাসকারী বাংলাদেশি মোক্তার হোসেনকে ৪৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া এই মেয়াদের কারাদণ্ড শেষে পরের তিন বছরের জন্য তাকে নজরদারিতে রাখা হবে।

আজ রোববার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া যায়।

মামলার বিবরণ অনুযায়ী, মোক্তার হোসেন স্বীকার করেছেন যে ২০১৭ সালের মার্চ থেকে ২০১৮–এর আগস্ট পর্যন্ত তিনি অর্থের বিনিময়ে টেক্সাস সীমান্ত দিয়ে বাংলাদেশি নাগরিকদের যুক্তরাষ্ট্রে নিয়ে যান। তিনি মেক্সিকোর মন্টেরি থেকেই যুক্তরাষ্ট্রে মানব পাচার করতেন।মন্টেরিতে তিনি একটি হোটেলের ব্যবস্থা রেখেছিলেন, যেখানে বহিরাগতরা যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে আশ্রয় নিত।

এবিষয়ে মার্কিন বিচার বিভাগের অপরাধ বিভাগের ভারপ্রাপ্ত সহকারী অ্যাটর্নি জেনারেল ডেভিড পি বার্নস বলেন, আসামি একটি সংগঠিত চোরাচালান নেটওয়ার্কের একজন গুরুত্বপূর্ণ সদস্য।যিনি মুনাফার জন্য কাজ করতেন এবং যেসব বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করাতেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh