• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

ভারত থেকে সুখী বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ মার্চ ২০১৭, ২০:১১

চলতি বছর বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকায় প্রতিবেশী ভারতের চে’ এগিয়ে আছে বাংলাদেশ।

জাতিসংঘের সংস্থা সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্কের (এসডিএসএন) করা তালিকায় শীর্ষ স্থানটি দখল করে নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে।

এর পরেই রয়েছে, ডেনমার্ক, আইসল্যান্ড, সুইজারল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নিউ জিল্যান্ড, অস্ট্রেলিয়া ও সুইডেন।

সুখী দেশের এ তালিকায় ১৫৫টি দেশের মধ্যে ১১০তম অবস্থানে বাংলাদেশ। আর ভারত রয়েছে ১২২ তম অবস্থানে। এছাড়া বাংলাদেশের আরেক প্রতিবেশী মিয়ানমারের অবস্থান ১১৪।

এদিকে যুক্তরাষ্ট্র অবস্থান করছে ১৪তম স্থানে। আর যুদ্ধবিধ্বস্ত সিরিয়া এবং আফ্রিকার দেশগুলো রয়েছে তালিকার সবার নিচে।

জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা জেফ্রে স্যাকস বলেছেন, সাধারণ মাপকাঠিতে সুখী দেশ সেইগুলো, যাদের অর্থনৈতিক সমৃদ্ধি, নাগরিকদের মত-প্রকাশের স্বাধীনতা ও সামাজিক নিরাপত্তা রয়েছে।

ওয়াই/এমকে

সর্ম্পূণ রিপোর্টটি দেখতে ক্লিক করুন

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh