logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২৮ জানুয়ারি ২০২১, ১৪ মাঘ ১৪২৭

নভেম্বরে সড়কে প্রাণ গেছে ৪৮৬ জনের

নভেম্বরে সড়কে প্রাণ গেছে ৪৮৬ জনের
ফাইল ছবি
নভেম্বর মাসে দেশের সড়ক-মহাসড়কে ৪৪৩টি দুর্ঘটনায় ৪৮৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭৪১ জন। 

এছাড়া রেলপথে ৫০টি দুর্ঘটনায় ৫২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৩ জন। নৌ-পথে ৬টি দুর্ঘটনায় ৩ জন মারা গেছেন। আহত হয়েছেন ২০ জন এবং ৪ জন নিখোঁজের সংবাদ পাওয়া গেছে।

বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের পর্যবেক্ষণ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। 

দেশের জাতীয় ও আঞ্চলিক দৈনিক, অনলাইন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিশ্লেষণ করে আজ বুধবার (০২ ডিসেম্বর) সংগঠনটি এই প্রতিবেদন প্রকাশ করে।  

প্রতিবেদন বলা হয়, একদিনে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনায় নিহত হয় ১৯ নভেম্বর, এইদিনে ২০টি সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত ও ২৩ জন আহত হন। একদিনে সবচেয়ে কম সড়ক দুর্ঘটনায় নিহত হয় ২৩ নভেম্বর, ওইদিনে ৯টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ১৪ জন আহত হয়।

এসএস

RTV Drama
RTVPLUS