• ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
logo

নুরের বিরুদ্ধে সেই ছাত্রীর মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ যেদিন

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২০, ২০:০৬
Investigation report of the case against Nur on 5 January
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার তদন্ত প্রতিবেদন ৫ জানুয়ারি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আসসামছ জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন।

আজ মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ধার্য ছিল। কিন্তু তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত এই আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শামীম আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

গত ১৪ অক্টোবর সুনাম নষ্ট ও মানহানির অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন। এর আগে ওই ছাত্রী গত ২০ ও ২১ সেপ্টেম্বর নুরসহ ৬ জনের বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার অভিযোগ এনে রাজধানীর লালবাগ ও কোতোয়ালী থানায় আরও ২ টি মামলা দায়ের করেন। তবে দুই মামলাতেই সাবেক ভিপি নুরকে ধর্ষণের সহযোগী হিসেবে উল্লেখ করা হয়েছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভিপি নুরের আদালত অবমাননা নিয়ে শুনানি আজ
আলোচিত সগিরা মোর্শেদ হত্যা মামলার রায় ৮ ফেব্রুয়ারি
X
Fresh