• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তায় আইনের চূড়ান্ত অনুমোদন

আরটিভি নিউজ

  ২৩ নভেম্বর ২০২০, ১৬:৫২
law, economic, Artist

চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহযোগিতার জন্য ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০২০’ এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

আজ সোমবার (২৩ নভেম্বর) গণভবন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়াল মন্ত্রিসভার মিটিংয়ে অংশ গ্রহণ করেন।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, যেসব চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইনের আওতায় আসবেন তারা সংস্কৃতি মন্ত্রণালয়ের আইনে সুবিধা পাবেন না। যেকোনো একটি জায়গায় নিবন্ধন থাকতে হবে।

তিনি বলেন, চলচ্চিত্র শিল্পীদের কল্যাণ ও দুস্থ-অসুস্থ শিল্পীদের আর্থিক সহায়তার জন্য আইনটি করা হয়েছে। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের শিল্পী কল্যাণ ট্রাস্ট নামের একটি আইন রয়েছে। প্রধানমন্ত্রী একটি নির্দেশনা দিয়েছিলেন চলচ্চিত্র শিল্পীদের একটি কল্যাণ ট্রাস্ট আইন করা যায় কিনা। এরপর তথ্য মন্ত্রণালয় আইন প্রণয়ন করে এবং এর আগে মন্ত্রিসভায় নীতিগত অনুমোদনের পর আইন মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের বাংলাদেশের সিনেমায় পাওলি
জয়ের স্ত্রীর দাবি, সালমান শাহর মতোই তার স্বামীকে টার্গেট করা হলো
বেআইনি কাণ্ডে এবার অভিনেত্রী তামান্নাকে পুলিশের তলব
নতুন তিনটি চলচ্চিত্রে মিম
X
Fresh