• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

দেশে এক দিনের ব্যবধানে আক্রান্ত ও মৃত্যু কমেছে

আরটিভি নিউজ

  ১৮ নভেম্বর ২০২০, ১৫:৪৬
Coronavirus test
করোনাভাইরাস পরীক্ষা

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়ে আরও ২১ জন মারা গেছেন। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ১১১ জন।

করোনাভাইরাস বিষয়ক স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার (১৮ নভেম্বর) বিকেলে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৬ হাজার ২৭৫ জন। মোট শনাক্ত ৪ লাখ ৩৮ হাজার ৭৯৫ জন।

এছাড়া ২৪ ঘণ্টায় বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৮৯৩ জন রোগী সুস্থ হয়েছেন। মোট সুস্থ রোগীর সংখ্যা ৩ লাখ ৫৪ হাজার ৭৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ১১৭টি ল্যাবে ১৬ হাজার ৪৬৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত পরীক্ষা হয়েছে ২৫ লাখ ৮৯ হাজার ৪২১টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৮২ শতাংশ, এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮০ দশমিক ৮৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।

মঙ্গলবার ২৪ ঘণ্টার মৃত্যু বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর জানায় ৩৯ জনের মৃত্যুর খবর, শনাক্ত হন ২ হাজার ২১২ জন।

জিএ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাঁথিয়ায় প্রাইম লাইফ ইনস্যুরেন্সের মৃত্যুদাবি চেক হস্তান্তর 
চতুর্থ টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (১০ মে)
X
Fresh