• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

আইসোলেশনে স্বরাষ্ট্রমন্ত্রী

আরটিভি নিউজ

  ১৫ নভেম্বর ২০২০, ১৭:১৭
স্বরাষ্ট্রমন্ত্রী ও সচিব

করোনাভাইরাসের নমুনা পরীক্ষা নিয়ে বিভ্রান্তিতে পড়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

শনিবার রাতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) করোনার নমুনা পরীক্ষা করলে দুই জনের পজেটিভ আসে। আবার রোববার রাজারবাগ পুলিশ হাসপাতালে তাদের করোনার নমুনা পরীক্ষায় নেগেটিভ ফলাফল এসেছে। তবে করোনা পরীক্ষায় দুই ধরনের রিপোর্ট আসায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আইসোলেশনে রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু জানিয়েছেন, তারা রাজারবাগ পুলিশ হাসপাতালে করোনা পরীক্ষা করলে সেখানে ফলাফল নেগেটিভ আসে।

তিনি বলেন, রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে তাদের উপস্থিত থাকার কথা ছিল। সে জন্য তাদের কোভিড-১৯ পরীক্ষা করতে আইইডিসিআরতে নমুনা দেওয়া হয়। শনিবার রাতে পরীক্ষার ফলে দু’জনেরই পজিটিভ আসে।

শরীফ মাহমুদ বলেন, নিশ্চিত হওয়ার জন্য রোববার পুলিশ হাসপাতালে দু’জনের নমুনা পরীক্ষা করতে দেওয়া হয়। সন্ধ্যায় তাদের পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। শারীরিকভাবে দু’জনের শরীরে করোনার কোনও লক্ষণ নেই। বর্তমানে তারা বাসায় আছেন।

এফএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসায় ফিরলেন খালেদা জিয়া
জনগণ এখন মর্যাদা নিয়ে বিশ্ব দরবারে চলতে পারে : প্রধানমন্ত্রী
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর পূর্ণাঙ্গ বক্তব্য 
অর্থনৈতিক অঞ্চলসহ হাইটেক পার্কে থাইল্যান্ডকে বিনিয়োগের আহ্বান জানিয়েছি: প্রধানমন্ত্রী
X
Fresh