logo
  • ঢাকা মঙ্গলবার, ০১ ডিসেম্বর ২০২০, ১৬ অগ্রহায়ণ ১৪২৭

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে বদলি

র‌্যাবের ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমকে বদলি
সারোয়ার আলম ।। ফাইল ছবি
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন দিয়েছে। তবে বদলি আদেশটি এখনো অনলাইনে আপলোড করা হয়নি।

বিষয়টি আরটিভি নিউজকে সারোয়ার আলম নিজেই নিশ্চিত করেছেন। তিনি বলেন,  বদলি একটি নিয়মিত প্রক্রিয়া। এখানে সবকিছু গুছিয়ে নতুন জায়গায় যোগ দিতে মাসখানেক সময় লাগবে। 

নতুন দায়িত্বে যেন সফল হতে পারেন এজন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন সারোয়ার আলম।

২০১৫ সাল থেকে সারোয়ার আলম র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত আছেন। তিনি দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযানের সময় সাহসী ভূমিকা রাখেন। এছাড়াও গত ৫ বছরে অনেক অনিয়ম প্রতারণার বিরুদ্ধে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এসএস

RTVPLUS