• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

অতিরিক্ত দামে আলু বিক্রি, র‍্যাবের অভিযান চলছে

আরটিভি নিউজ

  ৩১ অক্টোবর ২০২০, ১৩:৪৩
Selling potatoes at extra price, RAB's campaign is going on
অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগ

অতিরিক্ত দামে আলু বিক্রির অভিযোগে অভিযানে মাঠে নেমেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর মোহাম্মাদপুর কৃষি মার্কেটে আলুর পাইকারি বাজারে অভিযান শুরু করেন র‍্যাবের ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। কৃষি বিপণন অধিদপ্তরের সহায়তায় অভিযানটি চলছে। অভিযানে বেশ কিছু দোকানে সরকারের নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রি করার প্রমাণ পায় ভ্রাম্যমান আদালত।

জানা গেছে, অতিরিক্ত দামে আলু বিক্রি করার অপরাধে ইতোমধ্যে অন্তত ৬ প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা অনাদায়ে কারাদণ্ড দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মোহাম্মদপুরের কৃষি মার্কেটের ৫টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদন্ড এবং ১ টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের কারাদন্ডাদেশ দেয়া হয়। এখন পর্যন্ত মোট ৬ টি প্রতিষ্ঠানকে জেল-জরিমানা করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে র‌্যাব।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাসাবাড়ি-অফিসে এডিস মশার লার্ভা পেলেই জেল-জরিমানা
অনুমতি ছাড়া হজ করলে জেল-জরিমানা
X
Fresh