logo
  • ঢাকা সোমবার, ৩০ নভেম্বর ২০২০, ১৫ অগ্রহায়ণ ১৪২৭

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২০, ০৮:৪৯
আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২২:৫১

ধানমন্ডিতে ফুটপাতে পিকআপের চাপায় আহত ২  

ফুটপাতে গাড়ি মোটরসাইকেলের বিড়ম্বনা নতুন বিষয় নয়। হাইকোর্ট থেকে এ বিষয়ে নির্দেশনা থাকলেও তা মানছে না কেউ। ফলে প্রতিদিনই কোনো না কোনো অপ্রতিকর ঘটনা ঘটছে।

বুধবার(২৮ অক্টোবর) সন্ধ্যার পর ধানমন্ডি ২ নম্বর সড়কে বেসরকারি একটি হাসপাতালে স্ত্রীকে নিয়ে যান ব্যবসায়ী সাইফুল ইসলাম জুয়েল। হাসপাতালের পাশেই ব্রাদার্স ফার্নিচারের শোরুমের সামনে ফুটপাতে দাঁড়িয়ে থাকা অবস্থায় পিকআপ তাদের চাপা দেয়।

এ সময় সাইফুল ইসলামের স্ত্রী নিরাপদে সরে যেতে পারলেও তিনি আহত হন এবং তার দামি মোবাইল সেট ভেঙে যায়। ফুটপাতে দাঁড়িয়ে থাকা আরেজন পথচারীও সামান্য আহত হয়েছেন।

পিকআর ভ্যানটি ব্রাদার্স ফার্নিচারের হওয়ায় শোরুমের লোকজন এসে কৌশলে গাড়িটি ছেড়ে দেয়। পরে শোরুমের কর্তৃপক্ষের কাছেও এ বিষয়ে অভিযোগ জানিয়ে কোনো প্রতিকার পাননি সাইফুল ইসলাম।

RTVPLUS