Mir cement
logo
  • ঢাকা শুক্রবার, ০৩ ডিসেম্বর ২০২১, ১৮ অগ্রহায়ণ ১৪২৮

২৪ ঘণ্টায় মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্তের সংখ্যা (ভিডিও)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ২০ জন মারা গেছেন। নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও এক হাজার ৩৩৫ জন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৪ জন এবং নারী ছয়জন। দেশে ভাইরাসটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৮৩৮ জন।

গত ২৪ ঘণ্টায় ১১১টি পরীক্ষাগারে ১২ হাজার ৩৮৬টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৬১৭টি নমুনা পরীক্ষা করা হয়।

দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো চার লাখ এক হাজার ৫৮৬ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৫২৩ জন। মোট সুস্থ হয়েছেন তিন লাখ ১৮ হাজার ১২৩ জন।

গতকাল মারা যান ১৫ জন, রোগী শনাক্ত হয় এক হাজার ৪৩৬ জন।

জিএ

মন্তব্য করুন

RTV Drama
RTVPLUS