logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৩ ডিসেম্বর ২০২০, ১৮ অগ্রহায়ণ ১৪২৭

করোনায় মৃত্যু ও শনাক্ত বাড়ছে

Coronavirus, infected, dead, healthy
করোনাভাইরাস পরীক্ষা
সারা দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্তে মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু এবং ১ হাজার ৩০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। গতকাল মৃত্যু হয়েছিল ১৯ জনের আর শনাক্ত করা হয় ১ হাজার ৯৪ জনের। এ পর্যন্ত পাঁচ হাজার ৮০৩ জনের মৃত্যু হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনাভাইরাস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৮১৫।বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫৪৪ জন রোগী সুস্থ হয়েছেন। সুস্থ রোগীর মোট সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ১০৭।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে অষ্টাদশ স্থানে আছে বাংলাদেশ, আর মৃতের সংখ্যায় রয়েছে ৩১তম অবস্থানে।

 

এফএ

RTVPLUS