• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

তৃণমূলের কাছে আগ্রহী প্রার্থীদের নাম চাইলো আ’লীগ

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ মার্চ ২০১৭, ২১:৪৩

নির্বাচন কমিশন ঘোষিত ৭১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মনোনয়নে বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলের কাছে আগ্রহী প্রার্থীদের নামের তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিলো।

বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সই করা এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্ট ৩১টি জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।

আসছে ১৬ এপ্রিল দেশের ৩১টি জেলার মোট ৭১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। সংশ্লিষ্ট জেলাসমূহের আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকদের ১৫ মার্চের মধ্যে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ ৩ জন আগ্রহী প্রার্থীর নামের তালিকা বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী দেশরত্ন ও জননেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে পাঠাতে হবে।

এক্ষেত্রে দলের সংশোধিত গঠনতন্ত্র অনুসারে সংশ্লিষ্ট জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের পরামর্শ নিয়ে ৩ জন আগ্রহী প্রার্থীদের নামের তালিকা পাঠাতে হবে।

কে/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh