smc
logo
  • ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২০, ১৫ কার্তিক ১৪২৭

২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু বেড়েছে, আক্রান্তের সংখ্যা কমেছে

  আরটিভি নিউজ

|  ০২ অক্টোবর ২০২০, ১৫:১৩ | আপডেট : ০২ অক্টোবর ২০২০, ১৫:৪৬
vaccine
করোনার ভ্যাকসিন
দেশে করোনাভাইরাসের আক্রান্ত ও মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ হাজার ৩০৫ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৩৯৬ জনের দেহে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ জন। 

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৪৯ জন। মোট সুস্থ ২ লাখ ৭৮ হাজার ৬২৭ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১২ দশমিক ৪৯ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৮ দশমিক ৬০ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৭৬ দশমিক ০৫ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

এখন পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ১০৪ জন (৭৭ দশমিক ৩৬ শতাংশ) ও নারী ১ হাজার ২০১ জন (২২ দশমিক ৬৪ শতাংশ)।

গত ২৪ ঘণ্টায় মৃতদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, করোনায় মৃত ২৬ জনের মধ্যে বিশোর্ধ্ব একজন, ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব সাতজন এবং ষাটোর্ধ্ব ২৩ জন।

গতকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) মারা গিয়েছিল ২১ জন, ১ হাজার ৫০৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়।

জিএ/এম  

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৩০৭৯ ৩১৯৭৩৩ ৫৮৬১
বিশ্ব ৪,৪৩,৫৭,৬৭১ ৩,২৫,০৫,১৫৫ ১১,৭৩,৮০৮
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়