smc
logo
  • ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২০, ১৬ কার্তিক ১৪২৭

বুদ্ধিজীবী কবরস্থানে অ্যাটর্নি জেনারেলের দাফন (ভিডিও)

  আরটিভি নিউজ

|  ২৮ সেপ্টেম্বর ২০২০, ০৮:২২ | আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৮
জ্যেষ্ঠ আইনজীবী ও রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে মিরপুরের বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক গণমাধ্যমকে বিষয়টি জানিয়েছেন।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে আইনমন্ত্রী জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মাহবুবে আলমের জানাজা হবে। সেখান থেকে মরদেহ কিছু সময়ের জন্য তার মিন্টু রোডের বাসভবনের সামনে নেওয়া হবে। এরপর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন আইনজীবীসহ আদালত সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি মেনে অ্যাটর্নি জেনারেলের জানাজা ও দাফনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, জ্বর ও গলা ব্যাথা নিয়ে গত ৪ সেপ্টেম্বর তিনি রাজধানীর সিএমএইচে ভর্তি হন। ওই দিনই নমুনা পরীক্ষায় তার করোনাভাইরাস পজিটিভ আসে। এরমধ্যে শারীরিক অবস্থার অবনতি হলে ১৯ সেপ্টেম্বর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এরপর রোববার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটের দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান।
পি

RTVPLUS
bangal
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ৪০৭৬৮৪ ৩২৪১৪৫ ৫৯২৩
বিশ্ব ৪,৫৯,৯৫,৬২৬ ৩,৩২,৯০,৯৫৯ ১১,৯৫,০৬৩
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • বাংলাদেশ এর সর্বশেষ
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়