• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

রিকশা-ভ্যান নিবন্ধন-নবায়নের সময় বাড়াল ডিএসসিসি

আরটিভি নিউজ

  ২৬ সেপ্টেম্বর ২০২০, ১৬:৪১
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রিকশা-ভ্যান-ঠেলাগাড়ি-টালিগাড়ি ও ঘোড়ার গাড়ির নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের সময় তিনদিন বাড়ানো হয়েছে।

পূর্বঘোষিত ২৭ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনপত্র সংগ্রহ করা যাবে। একইসঙ্গে সংগৃহীত আবেদনপত্র জমা দেয়ার মেয়াদ চারদিন বাড়িয়ে করা হয়েছে ১ অক্টোবর পর্যন্ত।

এ প্রসঙ্গে ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক বলেন, মেয়র মহোদয়ের নেতৃত্বে রিকশা-ভ্যানসহ অযান্ত্রিক বাহনগুলোর নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের যে কার্যক্রম শুরু করেছি, আমরা তাতে অভূতপূর্ব সাড়া পেয়েছি।

তিনি বলেন, আমাদের কাছে রিকশা মালিকদের বেশ কয়েকটি সংগঠন ও রিকশাচালকরা নিবন্ধন, নবায়ন ও মালিকানা পরিবর্তনের সময়সীমা বাড়ানোর অনুরোধ করেছেন। সেই প্রেক্ষিতে আবেদনপত্র সংগ্রহের সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়েছে। একইসঙ্গে সেসব আবেদন জমাদানের সময়সীমা চারদিন বাড়িয়ে ১ অক্টোবর পর্যন্ত করা হয়েছে।

আরিফুল হক জানান, গত ১৩ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত, এই ১০ দিনে সংগৃহীত আবেদন পত্রের সংখ্যা এক লাখ ৪৫ হাজার ২৪৮টি।

এসজে/এমকে

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীর যেসব স্থানে বসবে কোরবানির পশুর হাট 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
ডেঙ্গু প্রতিরোধে একযোগে মাঠে নামছে ডিএসসিসির ৫৪ ওয়ার্ড
জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করবেন যত মুসল্লি
X
Fresh